Hot Posts

6/recent/ticker-posts

২৬ তারিখে কী হবে?

ক্রিপ্টোকারেন্সি,২৬ তারিখ কি হবে,26 september ki hobe,২৬ সেপ্টেম্বর,হামস্টার কমব্যাট,
২৬ সেপ্টেম্বর নিয়ে ফেসবুকে অনেকে কৌতূহলী পোস্ট করছেন।

২৬ সেপ্টেম্বর কী হবে ? এই প্রশ্নে সয়লাব ফেসবুক। কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউবা রসিকতা করছেন; আবার কারও কারও পোস্টে সরল জিজ্ঞাসা ‘কী হবে ওইদিন?’

ফেসবুকে এক নেটিজেন স্যাটায়ার করে লিখেছেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’ আরেকজন লিখেছেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে!’

 

ক্রিপ্টোকারেন্সি,২৬ তারিখ কি হবে,26 september ki hobe,২৬ সেপ্টেম্বর,হামস্টার কমব্যাট,

 

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। গেমটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়।
 

No description available.

 

ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন।
 
 
কেউ কেউ বলছেন টেলিগ্রামভিত্তিক এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে।
 

ক্রিপ্টোকারেন্সি,২৬ তারিখ কি হবে,26 september ki hobe,২৬ সেপ্টেম্বর,হামস্টার কমব্যাট,

 

এদিকে এর বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না! তাদের প্রশ্ন হলো- হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ৫ ডলার করেও দেয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে?
 

ক্রিপ্টোকারেন্সি,২৬ তারিখ কি হবে,26 september ki hobe,২৬ সেপ্টেম্বর,হামস্টার কমব্যাট,
হামস্টার কমব্যাট গেমসটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। ছবি: সংগৃহীত

 

হামস্টার কমব্যাটের খোলোয়াড়রা ‘২৬ তারিখ’ এর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। কিন্তু বিষয়টি যখন সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন।

Post a Comment

0 Comments